About Ratnapur UDC

গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে সকল বাংলাদেশর ইউনিয়ন নিয়ে ২০১১ সালে সর্ব প্রথম এটুআই এর মাধ্যমে গড়ে উঠে ইউনিয়ন তথ্য ও সেবা কেন্দ্র এবং তারি ধারাবাহিকতায় ২০১৪ সালে তার নাম পরিবর্তন হয়ে গড়ে উঠে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। তাই এরই প্রেক্ষিতে রত্নপুর ইউনিয়নে গড়ে উঠে রত্নপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার। রত্নপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে জনগণ সকল ধরণের সেবা পেয়ে থাকে। যেমনঃ- 

০১। জন্ম সনদ 

০২। ওয়ারিশ সনদ 

০৩। বিশ্ববিদ্যালয় এর ভর্তি এবং তার ফলাফল

০৪। এস.এস. সি, এইচ. এস. সি ও সমমান পরীক্ষার ফলাফল

০৫। অনলাইনে বিভিন্ন চাকুরীর জন্য আবেদন। 

০৬। জেলা প্রশাসকের কার্যালয় হতে নকল পর্চার আবেদন। 

০৭। বিবাহিত ও অবিবাহিত সনদ।

০৮। ইমেইল করা। 

০৯। স্কুল, মাদ্রাসার প্রশ্নপত্র তৈরী করা। 

১০। পাসপোর্টের জন্য অনলাইনে আবেদন। 

১১। কম্পিউটার প্রশিক্ষন দেওয়া হয়। 

এই সকল সেবা সমুহ জনগণ পেয়ে থাকে আমার এই রত্নপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার থেকে। 

No comments:

Post a Comment